প্রকাশিত হয়েছেঃ আগস্ট ২, ২০২২ সময়ঃ ৭:১৪ অপরাহ্ণ
তারাকান্দা (ময়মনসিংহ ) প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়ারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, ইব্রাহিম মন্ডল (৪৭), শিমুল মন্ডল (২৫), শামীম মন্ডল (২১), আলাল হোসেন(২০), উজ্জ্বল মিয়া (২০), জুবায়ের সরকার(২৩। গ্রেফতারকৃতরা সকলেই তারাকান্দা উপজেলার গোয়াতলা এলাকার বাসিন্দা।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, ১ আগস্ট সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারাকান্দা থানার গোয়াতলা শসার বাজার এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় খেলার সরঞ্জামসহ ছয় জুয়ারি কে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারকৃত জুয়ারিদের মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।