প্রকাশিত হয়েছেঃ জুলাই ২৩, ২০২২ সময়ঃ ৫:৫১ অপরাহ্ণ
ময়মনসিংহ প্রতিনিধি।।
তারাকান্দা উপজেলায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) তারাকান্দা দক্ষিণ বাজারস্থ প্রিমিয়ার গার্লস স্কুল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক এ.কে.এম এনায়েত উল্লাহ কালাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্স।ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র একমাত্র যুগ্ম আহবায়য়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) এড. ওয়ারেস আলী মামুন ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শরীফুল আলম,আরও বক্তব্য রাখেন সাবেক এমপি ও ময়মনসিংহ উত্তর জেলা আহবায়ক কমিটির সদস্য শাহ নূরুল কবির শাহীন, ময়মনসিংহ উত্তর জেলা আহবায়ক কমিটির সদস্য ও গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মেদ তাইয়্যেবুর রহমান হীরন, ইয়াসের খান চৌধুরী,এড. নূরুল হক,হাফেজ আজিজুল হক প্রমূখ।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন আগামী দিনে সরকার পতনের আন্দোলন ঘোষনা করা হবে।
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে ভোট বিহীন সরকারকে পতন ঘটাতে হবে।
সভার আশপাশে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক
উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ কে তারাকান্দা উপজেলা বিএনপির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।