প্রকাশিত হয়েছেঃ জুলাই ১২, ২০২২ সময়ঃ ১১:৫১ পূর্বাহ্ণ

Spread the love
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দায় ভক্তের স্ত্রীকে নিয়ে কাঁথা শাহ ফকির উধাও হওয়ার ১৯ দিন পর স্ত্রীকে উদ্ধার করেছে পুলিশ । তবে ভক্তের স্ত্রী উদ্ধার হলেও পলাতক রয়েছে অভিযুক্ত কাঁথা শাহ ফকির।
সোমবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে গাজীপুরের টঙ্গী থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। তবে এ সময় কাঁথা শাহকে খুঁজে পায়নি পুলিশ।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই নারীকে উদ্ধার করার সময় কাঁথা শাহকে পাওয়া যায়নি। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে। ওই নারী পুলিশ হেফাজতে আছে।
উল্লেখ্য তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের টিকুরিয়া গ্রামে দেড় মাস আগে ওই ফকির এসে তার ভক্ত মো. শফিকুল ইসলামের বাড়িতে আশ্রয় নেন। ভক্ত শফিকুল ইসলাম ও তার স্ত্রী মিলে ফকির কাঁথা শাহকে ভালমন্দ খাওয়াতে থাকেন। গত ২২ জুন দুপুরের দিকে ভক্তের স্ত্রী রাবিয়া খাতুন (৩৩) ফকির কাঁথা শাহকে সঙ্গে নিয়ে ধোবাউড়া উপজেলার গোয়াতলায় বাপের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে বের হয়ে তারা আর বাড়িতে ফেরেননি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করেও তাদের আর কোন সন্ধান পায়নি পরিবার।
এ বিষয়ে ভিকটিমের স্বামী বাদী হয়ে ফজলুল হক তালুকদার ওরফে খেতা শাহ সহ ৫ জনের বিরুদ্ধে ২ জুলাই তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস , আই মোঃ আব্দুল মালেক জানান, ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যহত আছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com