প্রকাশিত হয়েছেঃ জুলাই ৬, ২০২২ সময়ঃ ১:১৩ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ তারাকান্দায় অটোচালক খুনের ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ । ঘটনার ২৪ ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতারের অভিযানে তারাকান্দা থানা পুলিশের সহায়তায় তারাকান্দা ও ফুলপুর এলাকা হতে চার জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রবিন মিয়া (১৯), মোঃ রোহান মিয়া (২৪), মোঃ মোস্তাফিজুর রহমান নাঈম (১৯) ও মোঃ শাহীনুর ইসলাম (২২)।
বুধবার সকালে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়।
গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত মোঃ রবিন মিয়ার সাথে নিহত সামাদ এর ঘনিষ্ঠ বন্ধু ছিল। বন্ধুত্বের সুবাদে সামাদ রবিনদের বাড়ীতে বিভিন্ন সময় যাতায়াত করিত। রবিন ও রোহানের ছোট বোন এর সাথে সামাদ এর অন্তরঙ্গ বা প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সামাদ ও ছোট বোনের মধ্যে প্রেমের সম্পর্ক কোনো ভাবে ফেরাতে না পেরে আসামি রবিন ও রোহান দুই ভাই মিলে সামাদ কে হত্যার পরিকল্পনা করে।
সোমবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টায় সামাদ এর অটোরিক্সায় চড়ে আসামি রবিন, রোহান ও নাঈম বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে সময়ক্ষেপন করে। পূর্ব পরিকল্পনা মতে আসামি শাহীন ও পলাতক ২ জন আসামি পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের পাশে অপেক্ষা করে। সামাদের অটোরিক্সায় চড়ে রাত অনুমান ৮টায় রবিন, রোহান ও নাঈম স্কুলের নিকট পৌঁছিলে আসামিরা অটোরিক্সাটি রাস্তার পাশে রেখে সামাদ কে স্কুলের পিছনে ঝোঁপঝাড়ের আড়ালে নিয়ে গিয়ে প্লাষ্টিকের রশি ও জালের টুকরা দিয়ে সামাদের গলায় পেচিয়ে ও নাক, মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর সামাদের লাশ পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের সেপ্টি ট্যাংকির মধ্যে গুম করে আসামিরা পালিয়ে যায়।
গোয়েন্দা পুলিশ জানায়, হত্যাকান্ডের সাথে জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য গত মঙ্গলবার (৫ জুলাই) বেলা ১১.৩০ টায় ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন দাদরা গ্রামের পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের সেপ্টি ট্যাংকিতে অজ্ঞাতনামা ১৫ বছর বয়সের একজন তরুনের লাশ পাওয়া যায়। তারাকান্দা থানা পুলিশ সেণ্টি ট্যাংক হতে লাশ উত্তোলন করে। স্থানীয় লোকজনদের মাধ্যমে লাশের পরিচয় উদ্ঘাটিত হলে জানা যায় লাশটি কাকনী ইউনিয়নের দাদরা চানুর মোড় এলাকায় শাহজাহান মিয়ার পুত্র সামাদের। মৃত সামাদ একজন অটোরিক্সা চালক ছিলেন। সংবাদ পেয়ে সামাদের পিতা-মাতা ও পরিবারের লোকজন এসে লাশ সনাক্ত করে। তারাকান্দা থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। মৃত সামাদ (১৫) এর পিতা-মোঃ শাহজাহান মিয়া অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিলে তারাকান্দা থানার মামলা নং-০৪, তারিখ-০৫/০৭/২০২২ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করা হয়।