প্রকাশিত হয়েছেঃ জুলাই ৫, ২০২২ সময়ঃ ২:৫১ অপরাহ্ণ

Spread the love
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় অজ্ঞাত পরিচয় এক লাশ উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার (৫ জুলাই) সকালে তারাকান্দা-ময়মনসিংহ সড়কের মধুপুর বটতলার রাস্তার পাশে ক্ষেত থেকে এই অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে পুলিশ। মহিলার বয়স আনুমানিক ৫০ বছর প্রায়। মহিলার পরণে কাপড় এবং গলায় পুঁতির কয়েকটি মালা ছিল।
 স্থানীয় কয়েকজন জানান এই মহিলা পাগল ছিলো। রাস্তার পাশে পাগলের বেশে প্রায় দেখা যেত।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানা পুলিশ বটতলা এলাকায় রাস্তার পাশে থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে। অজ্ঞাত মহিলার লাশের পরিচয় সনাক্ত করতে পিবিআই এসেছে তারা কাজ করছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com