প্রকাশিত হয়েছেঃ জুলাই ২, ২০২২ সময়ঃ ৯:২৯ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহে তারাকান্দা পুলিশ অভিযান চালিয়ে অপহরণ মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি হলেন রনি মিয়া (২৫) । সে বিসকা ইউনিয়নের বাথুয়াদী এলাকার গিয়াস উদ্দিনের পুত্র ।

শনিবার (২ জুলাই) সকালে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়েরের নির্দেশে এএসআই নোমান মিয়ার নেতৃত্বে ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ পুল্ল্যামারী কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে চায়ের দোকান থেকে আসামি রনি মিয়াকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গ্রেফতারকৃত আসামি রনি মিয়া একই বাড়ির অপ্রাপ্ত বয়স্ক চাচাতো বোনকে ফুঁসলিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এবং তাকে নিয়ে পলাতক ছিলো। এই ঘটনায় রনি মিয়ার চাচা তারাকান্দা থানায় মামলা দায়ের করলে আদালত রনি মিয়ার বিরুদ্ধে ২ মাস পূর্বে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এই গ্রেফতারি পরোয়ানা মূলেই থানা পুলিশ রনি মিয়াকে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা স্বীকার করে অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, গ্রেফতারকৃত আসামি রনি মিয়াকে শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com