প্রকাশিত হয়েছেঃ জুলাই ১, ২০২২ সময়ঃ ৮:৩৪ অপরাহ্ণ

Spread the love
মোঃ জাকির হোসেন, তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ভক্তের বাড়িতে আশ্রিত থেকে ভক্তের স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে কাঁথা শাহ নামের এক ফকির। তিন সন্তান ফেলে ফকিরের সাথে স্ত্রী চলে যাওয়ায় বিপাকে পড়েছেন শফিকুল ইসলাম (৩০) নামের ওই ফকির ভক্ত। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ফকিরের ভক্ত স্ত্রী হারানো স্বামী। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায়।
জানা যায়, তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের টিকুরিয়া গ্রামের মো. শফিকুল ইসলাম(৩৫) স্ত্রী রাবিয়া খাতুন(৩৩) ও তিন সন্তান নিয়ে দিন কাটাচ্ছিলেন। তার সাথে পরিচয় ঘটে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার হীরণপুর গ্রামের কথিত ফকির মোঃ ফজলুল হক তালুকদার ওরফে কাঁথা শাহ (৬০) ফকিরের। দেড় মাস আগে ওই ফকির এসে তার ভক্তের বাড়িতে আশ্রয় নেন। ভক্ত শফিকুল ইসলাম ও তার স্ত্রী মিলে ফকির কাঁথা শাহকে ভালমন্দ খাওয়াতে থাকেন। গত ২২ জুন দুপুরের দিকে ভক্তের স্ত্রী রাবিয়া খাতুন(৩৩) ফকির কাঁথা শাহকে সঙ্গে নিয়ে ধোবাউড়া উপজেলার গোয়াতলায় বাপের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে বের হয়ে তারা আর বাড়িতে ফেরেননি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করেও তাদের আর কোন সন্ধান পায়নি পরিবার।
শফিকুল ইসলাম জানান, তিনি একজন ভন্ড পরে তিনি বুঝতে পারেন যে, কাঁথা শাহ তন্ত্রমন্ত্র করে এবং নানাভাবে ফুসলিয়ে, প্রলোভন দেখিয়ে তার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছেন। তিনি জানান, তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। বিষয়টি বুঝতে পেরে তিনি তারাকান্দা থানায় অভিযোগ দায়ের কারেন।
থানায় অভিযোগে উল্লেখ করা হয়, যাওয়ার সময় তারা শফিকুল ইসলামের ঘর থেকে গরু বিক্রি করার ৯০ হাজার টাকা নিয়ে যান। এব্যাপার নিয়ে তিনি এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের দ্বারস্থ হয়েও কোন সমাধান পাননি।
 তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান , ভক্তের স্ত্রীকে নিয়ে কাঁথা শাহ্ ফকির নামে একজন পালিয়েছে এরকম একটি অভিযোগ পেয়েছি। তাদেরকে উদ্ধারের প্রক্রিয়া চলছে। যেহেতু তারা মোবাইল ব্যবহার করে না, তাই বিভিন্ন জায়গায় লোক লাগানো হয়েছে। উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com