প্রকাশিত হয়েছেঃ জুন ২১, ২০২২ সময়ঃ ২:৫১ অপরাহ্ণ

ত্রিশাল থেকে স্টাফ রিপোর্টার।।
মহামান্য রাষ্ট্রপতির সকাশে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) ও পি এস টু ভিসি এস এম হাফিজুর রহমান গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানান। তিনি জানান, গত রবিবার (১৯শে জুন) বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য্য আবদুল হামিদের হাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রকাশনাগ্রন্থ “বঙ্গবন্ধুর বাংলাদেশে নজরুল” তুলে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। গ্রন্থটি হাতে পেয়ে মহামান্য রাষ্ট্রপতি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নিয়ে আসার সমস্ত ঘটনা তিনি প্রত্যক্ষ করেছেন।
বাইশটি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে শিক্ষার্থী ভর্তির গুচ্ছ পরীক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com