প্রকাশিত হয়েছেঃ জুন ১৫, ২০২২ সময়ঃ ৩:৪২ অপরাহ্ণ

জহিরুল কাদের কবীর, স্টাফ রিপোর্টার, ত্রিশাল।।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘১ংঃ ওহঃবৎহধঃরড়হধষ ঈড়হভবৎবহপব ড়হ ঐঁসধহরঃরবং ধহফ ঝড়পরধষ ঝপরবহপবং-২০২২্থ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স গতকাল বুধবার সমাপ্ত হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে কনফারেন্সের প্রথম অধিবেশন শুরু হয়। এরপর ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত প্যারালাল সেশনের মধ্যদিয়ে গবেষকরা তাদের প্রবন্ধ উপস্থাপন শুরু করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর চিফ প্যট্রন হিসেবে উপস্থিত থেকে কনফারেন্সের উদ্বোধন করেন। এসময় বক্তব্য দেন ইউনিভার্সিটি অব লন্ডনের প্রফেসর ড. ডেভিড ডেনিস, ভারতের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. বরুন কুমার চক্রবর্তী, মালয়শিয়া থেকে আগত অধ্যাপক প্রফেসর ড. ইউসুফ বিন হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফকরুল আলম, নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের প্রফেসর ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর। স্বাগত বক্তব্য দেন কনফারেন্স আয়োজক কমিটির আহ্ববায়ক ড. শেখ মেহেদী হাসান।

আয়োজক কমিটির আহ্ববায়ক ড. শেখ মেহেদী হাসান জানান, এবারের কনফারেন্সে ২৬৪ টি জমা পড়া গবেষণা প্রস্তাবের সারাংশের মধ্যে যাচাই বাছাই করে আমরা প্রায় ৮৩টি সারাংশ নির্বাচিত করেছি। যা দুইদিন ব্যাপী আয়োজিত কনফারেন্সে উপস্থাপন করা হবে। প্যারালাল সেশনের মধ্যদিয়ে কনফারেন্সটি অনুষ্ঠিত হবে। আগামি ১৫ জুন কনফারেন্সটি শেষ হবে।

কনফারেন্স সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বিদেশী অতিথিরা বলেন, এ ধরনের কনফারেন্সের মধ্যদিয়ে যে জ্ঞানের সৃষ্টি হয় তা আমাদের সমাজ ও মানব জীবনের বিশাল প্রভাব রেখে থাকে। অত্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে আন্তর্জাতিক এই কনফারেন্স আয়োজনের মধ্যদিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় তাদের সক্ষমতার স্বাক্ষর রেখেছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com