প্রকাশিত হয়েছেঃ মে ২৭, ২০২২ সময়ঃ ১২:০৩ অপরাহ্ণ

Spread the love

তারাকান্দা ( ময়মনসিংহ) প্রতিনিধি, ২৭ মে শুক্রবার।।

“তারাকান্দায় চরকৃষ্ণপুর বিলে খাল খননে বাঁধার অভিযোগ” শিরোনামে গত ২১ এপ্রিল অনলাইন নিউজ পোর্টাল দিগন্ত বার্তা এবং জাতীয় দৈনিক মানবকণ্ঠ পত্রিকায়” তারাকান্দায় খাল খননে বাধা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উল্লেখ করা হয় তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের চর কৃষ্ণপুর এলাকায় কয়েক বছর যাবৎ অপরিকল্পিতভাবে মৎস্য ফিশারি গড়ে তোলা হয়। ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় চর কৃষ্ণপুর এলাকার প্রায় ৫০০ একর আবাধি জমি ধান চাষে ব্যাহত হতো। ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রকল্পের সহায়তায় এলাকার ভুক্তভোগীরা নিজেদের জমি দিয়ে খাল খননের চেষ্টা করলে কিছু প্রভাবশালী ব্যক্তি এতে বাধা প্রদান করে। ফলে খান খনন ব্যাহত হয়। এ বিষয়ে সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমতের একান্ত প্রচেষ্টা ও সকলের সহযোগিতায় খাল খনন সম্পূর্ণ হয়েছে । এতে চর কৃষ্ণপুর এলাকার আবাদি ৫০০ একর ভূমি জলাবদ্ধতা থেকে রক্ষা পেল । এতে খুশি চরকৃষ্ণপুর এলাকার চাষিরা । কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি, ইউনিয়ন পরিষদ এবং যাদের সহযোগিতায় ও প্রচেষ্টায় খাল খনন সম্পূর্ণ হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com