প্রকাশিত হয়েছেঃ মে ২৫, ২০২২ সময়ঃ ৬:৪২ অপরাহ্ণ

ত্রিশাল থেকে স্টাফ রিপোর্টার, ২৫ মে বুধবার।।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। এ লক্ষে ২৫ মে বুধবার বিকেলে সরকারি নজরুল একাডেমী মাঠে নজরুল মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন, ময়মনসিংহ পুলিশ সুপার আহমার উজ্জামান, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান। অনুষ্ঠানে নজরুল স্মারক বক্তা ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড.এ.কে.এম শামসুদ্দিন চৌধুরী। এ দিকে নজরুল একাডেমী মাঠে নজরুল মেলার আয়োজন করা হয়েছে। অপর দিকে সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com