প্রকাশিত হয়েছেঃ আগস্ট ৪, ২০২৫ সময়ঃ ৪:২৪ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন।।
নেত্রকোনায় ১৫ কেজি গাজা সহ জামাল মিয়া (৫০) নামের একজনকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ র্যাব-১৪।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব, সোমবার (৪ আগস্ট) সকাল সোয়া ৯ টায় নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা নামক স্থানে ময়মনসিংহ নেত্রকোনা মহাসড়কের পাকা রাস্তার পূর্বপাশে জনৈক জামাল মিয়ার অটো চার্জার গ্যারেজের সামনে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে জামাল মিয়া কে ১৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করে। উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজার আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ টাকা।
র্যাবআরো জানায়, গ্রেফতারকৃত আসামীকে নেত্রকোণা সদর থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।