প্রকাশিত হয়েছেঃ আগস্ট ৪, ২০২৫ সময়ঃ ৮:৩৯ পূর্বাহ্ণ

Spread the love
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে ঢাকার এক ব্যক্তির একটি প্রজেক্ট থেকে বড় বড় শতাধিক আকাশমনি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। আরবার গ্রুপের আরবাব গ্রুপের মালিকানাধীন ও ভোগদখলীয় জমি থেকে গাছগুলো কাটা হয় বলে ওই গ্রুপের স্থানীয় প্রতিনিধি আবু সাঈদ ফকির শুহিন দাবি করেন। ওই ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
আরবার গ্রুপ সূত্রে জানা যায়, আরবার গ্রুপ প্রায় ১৫ বছর আগে উপজেলার কাতলামারী মৌজার বিভিন্ন দাগে প্রায় ২১ একর জমি ক্রয় করে, সীমানা প্রাচীর নির্মাণ করেন এবং কয়েক হাজার আকাশমনিসজ বিভিন্ন প্রজাতীয় গাছ লাগিয়ে ভোগ দখলে আছেন। এদিকে, স্থানীয় কিছু লোক ওই গ্রুপের ক্ষতিসাধন করা জন্যে অনেক দিন যাবৎ পাঁয়তারা করে আসছিলো। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (০১ আগস্ট) তারা দলবল নিয়ে ওই গ্রুপের রোপিত ১০ বছর বয়সের শতাধিক আকাশমনি গাছ কেটে ফেলে। ওই সময় কিছু গাছ তারা নিয়ে যায় এবং নেয়ার অপেক্ষায় রয়েছে।
আরবার গ্রুপের স্থানীয় প্রতিনিধি আবু সাঈদ ফকির শুহিন দাবি করেন, এর আগেও তারা আরবার গ্রুপের জমি থেকে শতাধিক গাছ কেটে নিয়েছিলো। ওই ঘটনায় তিনি বাদি হয়ে থানায় অভিযোগ করছেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ওই ঘটনায় অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com