প্রকাশিত হয়েছেঃ মার্চ ১১, ২০২২ সময়ঃ ৮:১৩ অপরাহ্ণ

Spread the love
 চট্রগ্রাম ব্যুরো।।
কৃষি বিপণন বিষয়ক ব্যবসায়ী প্রতিষ্ঠান তানভীর এগ্রো গ্রুপের বার্ষিক কনফারেন্স/২০২২ ও দুই দিনব্যাপী  ব্যাবসায়িক পর্যালোচনা সভা আজ (১১ মার্চ) সকাল ১০ টায় ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল মনির এর সভাপতিত্বে শুরু হয়েছে।
মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক ইমতিয়াজ আহমদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এফবিসিসিআই সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলাম, ঢাকা চেম্বার অব কমার্সের সদস্য ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল আহমেদ, গাজীপুরের বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, খুলনার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম, কক্সবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসেম, জয়নাল আবেদীন, চীন থেকে আগত ব্যবসায়ী উয়াও তো, ভারতের পশ্চিমবঙ্গ থেকে আগত ব্যবসায়ী শুকলাল সাহা, ঈশ্বর চন্দ্র দেব, জগদীশ ভট্টাচার্য।
বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার মোঃ আবুল কালাম, প্রধান হিসাব রক্ষক শরিফ উদ্দিন জুয়েল, সিনিয়র সুপারভাইজার মোঃ আজিম উদ্দিন, ফরহানা আফরিন, শারমিন সুলতানা, সুভাষ দত্ত, রেজাউল করিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ দেশের প্রত্যেক মানুষের সাথে কৃষি বিষয়টা সরাসরি জড়িত তাই দেশের রাজস্ব আয় বাড়াতে এবং উদ্যোক্তা তৈরিতে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল মনির বলেন, দেশের বেকারত্ব গোছাতে আত্মকর্মসংস্থান এর কোন বিকল্প নেই । কোন দেশে পর্যাপ্ত পরিমানে খালি জায়গা রয়েছে নিজ নিজ এলাকার রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নতুন উদ্যোক্তা তৈরিতে দেশের সরকারি এবং বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানসমূহ কে তাদের শর্ত শিথিল করে সহযোগিতা করার আহ্বান জানান।
আগামীকাল ১২ মার্চ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দুইদিনব্যাপী বার্ষিক কনফারেন্সের সমাপ্তি হবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com