প্রকাশিত হয়েছেঃ জুলাই ৪, ২০২৫ সময়ঃ ৬:১৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের যুগ্ম- আহ্বায়ক মোঃ মামুন বেপারী (৪৫) গতকাল শুক্রবার সকালে নিধিয়ারচর ভাটিপাড়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ জুম্মা মরহুমের নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় গফরগাঁও উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল কাইয়ুম, সহ- সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বেপারী, ওসি মেহেদী হাসান রানা, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন। শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
####