প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২৮, ২০২২ সময়ঃ ৮:১৫ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মহিলা মাদক ব্যবসায়ীসহসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার  করেছে। গ্রেফতারকৃতরা হলেন, মোছাঃ সুরাইয়া বেগম (২৮),মোঃ কামরুজ্জামান ওরফে কামরুল (৩০)। এসময় তাদের কাছ থেকে ২০ গ্রাম হেরাইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এবিষয়ে জেলা গোয়েন্দা ডিবি’র অফিসার ইনচার্জ  মোঃ সফিকুল ইসলাম জানান, বিভাগীয় নগরীকে মাদকমুক্ত করতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায়  ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে রোববার (২৭ফেব্রুয়ারী) কোতোয়ালী থানাধীন পাটগুদামস্থ হাজী কাশেম আলী কলেজের সামনে হইতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোছাঃ সুরাইয়া বেগম (২৮),নামে এক নারী  মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। একই তারিখ  অপর আরেকটি  অভিযানে জেলার ত্রিশাল থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে  ত্রিশাল থানাধীন গোপালপুর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান ওরফে কামরুল (৩০), গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com