প্রকাশিত হয়েছেঃ জুলাই ৬, ২০২৫ সময়ঃ ৯:৫৬ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।
নময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন , উপজেলার খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার কান্দিপাড়া গ্রামের মৃত আব্দুছ সাত্তারের পুত্র গোলাম মোস্তফা এবং তার ছেলে শিশু নাঈম।
রোববার(৬ জুলাই ) বিকেলে পিতা পুত্র একসাথে মিলে বীজতলায় তৈরির কাজ করার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবারের লোকজন জানায়, মো. গোলাম মোস্তুফা ও তার ছেলে বাড়ির কাছেই বিকেলে বীজতলা তৈরির কাজ করছিলেন। রোদ থাকলেও হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। এ সময় ঝিরঝির বৃষ্টি এবং বজ্রপাতের শব্দ হতে থাকলে গোলাম মোস্তুফা বীজতলা থেকে উঠে পাশের একটি জামগাছের নিচে আশ্রয় নিতে চাচ্ছিলেন। এর মধ্যে বিকট শব্দে বজ্রপাত পড়ে জামগাছের ওপর। এতে জামগাছের বড় একটি ডাল বাবা-ছেলের ওপর পড়লে ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন। পরে তাঁদের হাসপাতালে নিতে চাইলে বাবা এবং নেওয়ার পথে মারা যায় শিশু নাঈম।
এ বিষয়ে নান্দাইল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।