প্রকাশিত হয়েছেঃ জুলাই ৭, ২০২৫ সময়ঃ ৭:৪১ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে টাটা ট্রাক- অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক ব্যবসায়ী ও পাঁচবাগ ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতিসহ ২জন নিহত এবং আহত হয়েছেন অপর ৩ জন অটো যাত্রী।
ঘটনাটি আজ সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১ টায় দিকে উপজেলার পাগলা থানাধীন এশিয়ান হাইওয়ে সড়কে পাঁচবাগ চৌকা বাজার মোড়ে ঘটে।
মৃত দুই যাত্রী হলেন- উপজেলার টাংগাব ইউনিয়নের বামনখালি গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে, বামনখালী বটতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসাইন (৫২) এবং পাঁচবাগ ইউনিয়নের
দিঘীরপাড় গ্রামের মোঃ সিদ্দিকের ছেলে, পাঁচবাগ ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি মিনারুল ইসলাম ওয়াসিম (২০) । বাকী আহত তিনজন হলেন গফরগাঁওয়ের দিঘীরপাড় গ্রামের আবু সাঈদের ছেলে, জামায়াতে ইসলামীর কর্মী জিহাদ (২৪), দুগাছিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে নাজমুল (৩০) ও টাংগাব গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে ওয়াসিম (২৮)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী অটোরিকশা সকাল সাড়ে ১১টায় দিকে গফরগাঁও-হোসেনপুর এশিয়ান হাইওয়ের সড়কে পাঁচবাগ চৌকা বাজার মোড় সংলগ্ন সড়কে পৌঁছলে যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী দ্রুতগতির একটি টাটা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক ব্যবসায়ী যাত্রী ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আর অটো চালকসহ তিনজন আহত হলে তাদের উদ্ধার করে পাশ্ববর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানে দিঘীরপাড় গ্রামের মোঃ সিদ্দিকের ছেলে, পাঁচবাগ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মিনারুল ইসলাম ওয়াসিম মারা যায়।
এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, খবর পেয়ে মৃত ব্যাক্তিদের মরদেহ উদ্ধার কর হয়েছে। ঘটনার পরপরই ট্রাক ড্রাইভারসহ ট্রাক ও অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে ওসি জানান।
#####