প্রকাশিত হয়েছেঃ জুলাই ৭, ২০২৫ সময়ঃ ৬:০৭ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় মোছা. ঝর্ণা আক্তার (১৭) নামে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ জুলাই) সকালে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। ঝর্ণা আক্তার উপজেলার মল্লিকবাড়ি শহীদ নাজিম উদ্দিন স্কুুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন। তিনি মল্লিকবাড়ি গ্রামের মো. মুনসুর আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর গ্রামের মো. আজিজুল হক প্রধানের ছেলে মালয়েশিয়া প্রবাসী তুষার প্রধানের (২২) সাথে মোবাইলে ঝর্ণা আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরিবারের পক্ষ থেকে অন্যত্র বিয়ের আলোচনা হলে ঝর্ণা নিরুপায় হয়ে গত রোববার (০৬ জুলাই) দুপুরে প্রেমিক তুষারের বাড়িতে চলে যান। বিষয়টি ঝর্ণা আক্তার তার প্রেমিক তুষারকে জানালে, প্রেমিক তুষার, ঝর্ণাকে তাদের বাড়িতে অবস্থান করতে  বলেন। কিন্তু পরিবারের লোকজন ওই দিন সন্ধ্যায় ঝর্ণাকে বাড়িতে নিয়ে আসেন।
পরিবারের দাবি, ঝর্না আক্তার সোমবার (০৭ জুলাই) ভোরে ঘরের আড়ার সাথে গলায় উড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলেছিলো। পরে, উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আমিনুল ইসলাম জানান, ঝর্ণা আক্তারের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com