প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২১, ২০২২ সময়ঃ ৪:২২ অপরাহ্ণ

Spread the love

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুর মহানগরের পূবাইল থানা ও প্রতিটি ওয়ার্ড বিএনপির ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে সোমবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একতরফা এ পকেট কমিটি বাতিল করা না হলে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন ও তার গঠিত বিতর্কিত এ কমিটিকে অবাঞ্চিত ঘোষণাসহ পাল্টা কমিটি ঘোষণা দেয়া বলে বলে সভাবেশে হুশিয়ার করা হয়।
সোমববার দুপুরে স্থানীয় মিরের বাজার চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশ শেষে ফজলুল হক মিলনের বিরুদ্ধে ব্যানার নিয়ে একটি মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি টঙ্গী-কালীগঞ্জ-নরসিংদী সড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে মিরের বাজারে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, সাবেক পূবাইল ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সহসভাপতি গাসিক কাউন্সিলর মো. সুলতান উদ্দিন, সাবেক গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি, বিএনপি নেতা আব্দুল আলীম, আসাদ হোসেন খান বুলবুল, দেলোয়ার হোসেন, আবু বকর সিদ্দিক আবু, খালেদ মোশারফ, আজীম উদ্দিন ভুট্টু, আলমগীর হোসেন, শহিদ খান, ইসলাম উদ্দিন খান, মীর আতাউর রহমান, জাহাঙ্গীর আলম, রাশেদুল ইসলাম মাস্টার প্রমুখ।
বক্তারা বলেন, যারা পূবাইলে প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত এবং যারা ফজলুল হক মিলনকে পূবাইলে এনে পরিচয় করিয়ে দিয়েছেন তাদেরকে কমিটিতে রাখা হয়নি। যারা তার (মিলনের) বাসায় বাজার-সদায় দেয়, টাকা-পয়সা দেয় তাদেরকে দিয়ে কমিটি করা হয়েছে।
সমাবেশে অভিযোগ করে বক্তারা আরো বলেন, পূবাইল থানা বিএনপির সদ্য ঘোষিত বিতর্কিত কমিটির আহ্বায়ক মনির হোসেন বকুল এবং সদস্য সচিব হারুন-অর-রশিদ উভয়েই রাজধানীর উত্তরায় বাস করেন। পূবাইল থানা ও চারটি ওয়ার্ড বিএনপির কমিটি পূবাইলে বসে গঠন না করে ঢাকায় বসে পকেট কমিটি ঘোষণা দেয়া হয়েছে। অবিলম্বে এসব বিতর্কিত কমিটি বাতিল ঘোষণা করা না হলে ফজলুল হক মিলন ও ঘোষিত বিতর্কিত কমিটি অবাঞ্চিত ঘোষণাসহ কঠোর কর্মসূচী নেয়া হবে বলে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন।
#

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com