প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ৭, ২০২৫ সময়ঃ ৮:২৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নবগঠিত পাগলা থানা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত শনিবার বিকালে পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নবগঠিত পাগলা থানা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহবায়ক মাহমুদুর রহমান সুজনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম চঞ্চল ও ১নং যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন।তিনি এই জাতির দুর্দিনের সাহস, স্বাধীনতার পর দ্বিতীয় লড়াইয়ের অনুপ্রেরণা। তাঁর সুস্থতা মানে দেশের গণতন্ত্রের শক্তি ফিরে পাওয়া। আমরা মাথা নত করে আল্লাহর কাছে দোয়া চাই—তিনি যেন আমাদের প্রিয় নেত্রীকে দ্রুত আরোগ্য দান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পাগলা থানা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. এজাহিদুর রহমান বিজয়, ১নং যুগ্ম আহবায়ক মোঃ আকরাম খাঁনসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিএনপি বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী প্রমুখ।
###

