প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ৮, ২০২৫ সময়ঃ ২:৩৫ অপরাহ্ণ
ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহ তারাকান্দা উপজেলায় গলায় ফাঁস দিয়ে ফাহিমা খাতুন (৫০) নামে এক মহিলা আত্মহত্যা করেছে।
রোববার (৭ ডিসেম্বর) রাত ৮ টায় তারাকান্দা উপজেলা বালিখা ইউনিয়নের পশ্চিম মালিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারী ফাহিমা খাতুন পশ্চিম মালিডাঙ্গা এলাকার খোরশেদ আলীর স্ত্রী।
নিহত ফাহিমা খাতুনের ছেলে রাসেল বলেন, আমার মা দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে আক্রান্ত। প্রায় সময় তিনি অজ্ঞান হয়ে পড়তেন। তাকে বিভিন্ন জায়গায় ডাক্তার দেখানো হলেও মানসিক সমস্যা ভালো হয় নাই। মানসিক সমস্যার কারণে তার মাথায় চুল জট বেঁধে গেছে।
নিহতের স্বামী খোরশেদ আলী বলেন, তিনি সন্ধ্যা সাতটায় এশার নামাজ পড়ার জন্য মসজিদে চলে যান। নামাজ পড়ে ৮ টায় বাড়িতে এসে দেখি ঘরের পাশের ধন্নার সাথে ফাঁস দিয়ে ঝুলে আছে। আমার আত্মচিৎকারে বাড়ির ও আশেপাশের লোকজন ছুটে আসে।
খবর পেয়ে তারাকান্দা থানার এসআই মো. তাহের উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের মানসিক সমস্যা, হতাশা ও ব্যক্তিগত সংকটের চাপ থেকে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

