প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ১৪, ২০২৫ সময়ঃ ৬:০১ অপরাহ্ণ
তারাকান্দা প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
পতিত ফ্যাসিবাদের সন্ত্রাস ও নাশকতার প্রতিরোধে ইসলামী আন্দোলন বাংলাদেশের এর কেন্দ্র ঘোষিত সারা দেশব্যাপী বিক্ষোভ মিছিল এর অংশ হিসেবে ময়মনসিংহ উত্তর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে তারাকান্দা উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বাদ আসর তারাকান্দা উপজেলার ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি তারাকান্দা দক্ষিণ বাজার থেকে শুরু করে তারাকান্দা উত্তর বাজার প্রদক্ষিণ করে বড় মসজিদ গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

