প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ১২, ২০২৫ সময়ঃ ১০:৪৭ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

মাদক, জুয়া, সন্ত্রাস ও চাঁদাবাজদের ঠাঁই গফরগাঁওয়ে মাটিতে হবে। তারা যত বড়ই হোক।
বুধবার (১২ নভেম্বর) বিকেল ৫টার দিকে পৌর এলাকার জামতলা মোড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির বিশাল জনসভায় এসব কথা বলেন ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা।
ডা. রানা বলেন, পৌর ছাত্রদলের সেক্রেটারী ইবনে আজাদ কমলকে এই জামতলা মোড়েই দিনে-দিপুরে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। এছাড়াও যুবদল নেতা শাকিলকে ট্রেন থেকে নামিয়ে পিটিয়ে হত্যা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। যারা এসব হত্যার সাথে জড়িত সেসব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার করা হবে। বিগত দিনে যে সকল আওয়ামীলীগ বিএনপি নেতাকর্মীদের বাড়ি-ঘর পুড়িয়ে দিয়েছে, জান-মালের ক্ষতি করেছে তাদেরকেও আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে।
ডা. রানা আরও বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশপ্রেমের প্রতীক হিসেবে স্মরণীয়।
এর আগে বিকাল ৩টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল আসতে থাকে। এক পর্যায়ে সমাবেশস্থল রুপ নেয় জনসমুদ্রে।
সমাবেশে গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী শেখ মো. ইসহাকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আঃ হামিদ শেখ, বিএনপির নেতা আজহারুল হক, ফারুক মাষ্টার, জেলা যুবদলের যুগ্ন সম্পাদক আঃ আজিজ সাদেক, পাগলা থানা ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজ, মৎস্যজীবি দলের সদস্য সচিব সর্দার সাকিব প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com