প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ১২, ২০২৫ সময়ঃ ৬:০৬ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

বিগত ফ্যাসিষ্ট শৈরাচারী সরকার গত সতের বছর দেশের মানুষকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি। আমরা মানুষের সে অধিকার ফিরিয়ে দেয়ার জন্যে আন্দোলন সংগ্রাম করেছি। আগামী নির্বাচনে আপনারা সকলে কেন্দ্রে যাবেন নিজের যাকে খুশি তাকেই ভোট দিবেন, কেউ আপনাকে বাধা দিবে না বা জবরদস্তি করবে না। তবে, রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার জন্যে আমরা আপনাদের প্রতি আহবান জানাই। বিগত শৈরাচার সরকার মামলা হামলার করে ১৭টি বছর আমাদেরকে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ দেয়নি, মিছিল মিটিং করতে দেয়নি। আমাদেরকে ঘরে বসে রাজনীতি করতে হতো। আমরা সাধারণ মানুষ থেকে একটা বিচ্ছিন্ন অবস্থায় ছিলাম উল্লেখ করে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম বলেছেন, রাজনীতি হলো উন্মোক্ত মঞ্চ সেখানে বিভিন্ন দল তার কথা বলবে। কিন্ত বিগত সরকার আমাদেরকে তা করতে দেয়নি। আমরা আপনাদের সাথে দেখা করতে, কথা বলতে পারিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট ও নিজ অর্থায়নে উপজেলার ভালুকা ইউনিয়নের ১২ হাজার নারী-পরুষের শড়ি-লুঙ্গি বিতরণ উপলক্ষে জনসমাবশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আপনার কথা আপনি বলেন, যদি বিএনপির নেতা-কর্মী আপনাদের উপর অন্যায় আচরণ করে, নির্যাতন করে, আপনাদের কোন কাজে বাধা প্রদান করে, আমাদের নেতার নির্দেশ কাউকে কোন ছাড় দেওয়া হবে না। মোট কথা হলো শান্তিপূর্ণ পরিবেশে মানুষকে মানুষের মতো বাঁচতে দিতে হবে। মানুষকে মূল্যায়ন করতে হবে। তিনি আগামী নির্বাচনে সকলকে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ভালুকা সদর ইউনিয়নের খেলার মাঠে অনুষ্ঠিত শাড়ি লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য নুরুল হক মন্ডলের সভাপতিত্বে ওই সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহাম্মেদ, মো. মজিবুর রহমান মজু, মো. রুহুল আমিন রুহুল, নিয়ামূল কবির জান্নাত, অইয়ুব আলী কমান্ডার, উপজেলা শ্রমিক ]দল সভাপতি সৌমিক হাসান সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com