প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ৯, ২০২৫ সময়ঃ ৫:৪৮ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকবৃন্দের উদ্যোগে শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল চিত্র প্রদর্শনী, বৃক্ষরোপণ এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শিক্ষক কমপ্লেক্সে “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বাংলাদেশি জাতীয়তাবাদের উন্মেষ” শীর্ষক আলোচনা সভা।
উক্ত অনুষ্ঠানে দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং প্রফেসর ড. মো. শরীফ আর রাফির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মো. হাম্মাদুর রহমান।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার (সভাপতি, শিক্ষক সমিতি), প্রফেসর ড. মো. বাহানুর রহমান এবং প্রফেসর ড. মো. সামছুল আলম প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. আলী রেজা ফারুক, সভাপতি, সোনালী দল।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “বাংলাদেশি জাতীয়তাবাদে নিহিত রয়েছে জাতীয় ঐক্য ও উন্নয়নের শক্ত ভিত্তি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এ দর্শনের প্রবক্তা। তাঁর জীবনাদর্শ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ছিল সৈনিক ও জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের দিন—যা দেশের স্বাধিকার ও সংহতির পথে নতুন অধ্যায় সূচনা করেছিল।”
উল্লেখ্য, আলোচনায় বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

