প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ৩, ২০২৫ সময়ঃ ৯:৪৫ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ট্রেনের নিচে পড়ে ময়মনসিংহ জেলায় গফরগাঁওয়ে এক ব্যাক্তি নিহত হয়েছেন। নিহত ব্যাক্তির নাম জালাল ওরফে জালু বেপারী (৫৫)। সে উপজেলার চরআলগী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নিধিয়ারচর (বেপারী পাড়া) গ্রামের মৃত তৈয়ব উদ্দিন বেপারীর ছোট ছেলে।
ঢাকা – ময়মনসিংহ রেলপথে শ্রীপুর রেলস্টেশনে গত রোববার রাত ৮ টা ৪৫ মিনিটে এই দূর্ঘটনাটি ঘটে।

আজ সোমবার সকাল ১১ টায় নিহতের নিধিয়ারচর বেপারী পাড়া নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, জালু বেপারী শ্রীপুরের মাওনা কাঁচামালের ব্যবসা করতো। প্রতিদিনের মতো ঘটনাদিন ভোর সকালে সে মাওনা গিয়েছিল। রাতে ট্রেনে বাড়ি ফেরার পথে শ্রীপুর রেলষ্টেশনে ট্রেন ধরতে দৌড় দিলে পা পিছলে নিচে পড়ে যায়।
পরে রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ১১টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জালু বেপারী। সে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। পরিবারের চলছে শোকের মাতম।
একমাত্র উপাজনকারী ব্যক্তিকে হারিয়ে অসহায় পরিবারটি এখন দিশেহারা হয়ে পড়েছেন। গরীব অসহায় পাঁচ সদস্যের পরিবারটি পাশে দাঁড়াতে এলাকায় বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন স্থানীয় বাসিন্দারা।
####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com