প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২, ২০২৫ সময়ঃ ৫:৪৬ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।

ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন ময়মনসিংহ-ঢাকা হাইওয়ে রোডস্থ ত্রিশাল বাসস্ট্যানে ময়মনসিংহ জেলা ট্রাফিক পুলিশের সাথে যৌথ চেকপোস্ট পরিচালনা করে ১৬ জনকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ৬৫ হাজার টাকার জরিমানা এবং ৪৭ বোতল বিদেশী মদসহ ১ মাদক কারবারীকে গ্রেফতার করেছে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ
শনিবার (১ নভেম্বর) দুপুর ১টা হতে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ ক্যাম্পের একটি আভিযানিক দল এবং ময়মনসিংহ জেলা ট্রাফিক পুলিশ এর সহায়তায় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে যমুনা প্লাজার সমানে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে ১৬ জনকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় সর্বমোট ৬৫ হাজার টাকা জরিমানা এবং ৪৭ বোতল বিদেশী মদসহ মাদক কারবারী দয়াল রায় (৪৫) গ্রেপ্তার করে। দয়াল রায় গাজীপুর জেলার জয়দেবপুর থানার বাসিন্দা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য বিদেশী মদের আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ ৭০ হাজার টাকা। সড়কের যান চলাচলে শৃংখলা বজায় রাখতে, যানজট নিরসনে, দুর্ঘটনা রোধে, জননিরাপত্তা নিশ্চিত করতে, র্যাব-১৪, ময়মনসিংহ ও জেলা ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত মাদক কারবারি বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ ত্রিশাল থানায় মামলা দায়েরপূর্বক আসামীসহ আলামত হস্তান্তর করা হয়েছে।

