প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ২, ২০২৫ সময়ঃ ৩:২০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও ইউনিট বিওয়াইসিএফ কর্তৃক বৃক্ষরোপন অভিযান কর্মসূচি পরিচালিত হয়েছে।
গত সোমবার গফরগাঁও সরকারি কলেজ প্রাঙ্গনে এই অভিযান পরিচালিত হয়। উক্ত কার্যক্রমটি পরিচালনা করেন বিওয়াইসিএফ গফরগাঁও ইউনিটের আহবায়ক রিফাত হোসেন দিলু।
এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ মোঃ শহীদুল্লাহ, কলেজ প্লাটুনের সাবেক পিইউও আহসানুল কবির পলাশ ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. শিহাব উদ্দিন।
এছাড়াও বিওয়াইসিএফ গফরগাঁও ইউনিটের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুই আক্তার, কামরুন্নাহার কামনা, তানজিম, আল-মামুন, রোকসানা রক্সি, জেবিন, সাদিকুল। এবং কলেজ প্লাটুনের বর্তমান ক্যাডেটরাও এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।
#####