প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ২, ২০২৫ সময়ঃ ৫:২৯ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদে বিভিন্ন জায়গায় মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণের মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন- ১৯৫০ (সংশোধিত) এর আওতায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, গফরগাঁও বাস্তবায়নে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি’র নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে গফরগাঁও থানার পুলিশ কর্মকর্তা ও মৎস্য অফিসের কর্মকর্তা -কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় ব্রহ্মপুত্র নদে বিভিন্ন জায়গায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল এবং কারেন্ট জালের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ১৬০০ মিটার চায়না দুয়ারী জাল যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং ৩০০০ মিটার কারেন্ট জাল যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৩০ হাজার টাকা জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়।

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুন বলেন, মৎস্য আইনের প্রতি শ্রদ্ধা রেখে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জেলেদের এসব অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। যারা অবৈধ চায়না ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি বলেন, চায়না দুয়ারী ও কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এই জাল দিয়ে মাছ ধরার ফলে শুধু বড় মাছই নয়, মাছের পোনা, ডিম এবং অন্যান্য জলজ প্রাণীও ধ্বংস হয়। এর ফলে আমাদের মৎস্য সম্পদের মারাত্মক ক্ষতি হচ্ছে, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্যও হুমকি।
তিনি আরও বলেন, মানুষের অতি লোভের কারণে নদ, নদী, খাল, বিলের জলজ সম্পদ আজ বিপন্ন। তাই এই বর্ষা মৌসুমে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।
এ ধরনের অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
#####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com