প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ২, ২০২৫ সময়ঃ ৬:৫৮ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
নারী শিক্ষার্থীকে শিবির কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে ময়মনসিংহের গফরগাঁওয়ে এডভোকেট শাহাব উদ্দিন কলেজ শাখার ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে ছাত্রদল কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এডভোকেট শাহাব উদ্দিন কলেজ শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহাদ মিয়ার নেতৃত্বে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক জোনায়েদ আহমেদ বাপ্পি, ক্রিড়া সম্পাদক জাহিদ হাসান সিয়াম সহ কলেজ শিক্ষার্থীরা। অপরদিকে একই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গফরগাঁও সরকারি কলেজে। মঙ্গলবার সকালে গফরগাঁও সরকারি কলেজ শাখার ছাত্র দলের উদ্যোগে কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন কলেজ শাখার ছাত্র দলের সভাপতি মোঃ ফাহিম মিয়া এবং সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম মাহিদ।
###