প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ২, ২০২৫ সময়ঃ ১০:২৫ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন।।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ১৯জন দালালকে হাতে নাতে আটক করা হয়।
আটককৃত দালাল চক্রের সক্রিয় সদস্যরা হলেন, মোঃ আরিফুল ইসলাম রানা(৩২), মোঃ জসিম উদ্দিন(৪০), মোঃ রতন মিয়া(৪৮), আনিস হোসেন রকি(৩৫), টুটুল আহেমদ শরিফ(৩৯), রকিবুল ইসলাম (৪৮), রুবেল (৫৫), বিদ্যুৎ(২৬), গিয়াস উদ্দিন(৫৩), শরিফ (২৬), মিজান (২৪), নুরুজ্জামান(৪০), পারভীন খাতুন(৬৫),,
বকুল (৬০), আসমা (৪৫),আনোয়ারা(৪৫), হসনা (৪৫),
সালেহীন(৩৭), জসিম(৩৭)।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সফিকুল ইসলাম ও রাশিদ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় প্রত্যেক দালালের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে তাদেরকে ১ মাস থেকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সফিকুল ইসলাম জানান, দালালরা বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নেয়ার জন্য রোগীদের নানা প্রলোভন দেখাত এবং প্রতারণার শিকার করত। আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার শামসুজ্জামানসহ র্যাব-পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।