প্রকাশিত হয়েছেঃ আগস্ট ১০, ২০২৫ সময়ঃ ৮:১২ অপরাহ্ণ

Spread the love

তারাকান্দা( ময়মনসিংহ) প্রতিনিধি।।

ময়মনসিংহের তারাকান্দায় গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন(৩৮)-কে নির্মমভাবে হত্যাকান্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দানের এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে মানববন্ধন করেছে তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

১০ আগস্ট (রোববার) বিকাল সাড়ে ৫ টায় তারাকান্দা থানার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক আর্মির সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা প্রেসক্লাবের  সহ-সভাপতি দৈনিক ইনকিলাবের তারাকান্দা উপজেলা সংবাদদাতা মোঃ ফজলে এলাহি ঢালী, সিনিয়র সাংবাদিক দৈনিক  মানবজমিনের তারাকান্দা প্রতিনিধি মোহাম্মদ রফিক বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,দৈনিক কালবেলার তারাকান্দা উপজেলা প্রতিনিধি শরিফুল আলম রাসেলসহ তারাকান্দায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আইনের শাসনের উর্ধ্বে উঠে একদল দুষ্কৃতিকারী দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সাংবাদিকদের দমনপীড়ন নীতির অংশ হিসেবে সাংবাদিকদের হত্যায় মেতে উঠেছে। তেমনি একটি হত্যাকাণ্ড সাম্প্রতিক সময়ে সংঘটিত হয়েছে। যাতে আমাদের সহকর্মী দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিক সুরক্ষা আইনের জন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com