প্রকাশিত হয়েছেঃ আগস্ট ৬, ২০২৫ সময়ঃ ১১:৫১ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
“এলডিপির অঙ্গীকার”, বৈষম্যহীন গফরগাঁও গড়ার- এই শ্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৬টায় গফরগাঁও পৌর শহরের জামতলা মোড় এলডিপি উপজেলা কার্যালয়ে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম. মোরশেদের পক্ষে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
উপজেলা এলডিপির সভাপতি মোঃ মোতাহার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, সহ দপ্তর সম্পাদক শামছুল হক মাষ্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয় ।
####