প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৩০, ২০২৫ সময়ঃ ৫:০৪ অপরাহ্ণ

Spread the love

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া হিজুলীপাড়ার মো: খোরশেদ আলমের ছেলে মোঃ কামরুজ্জামান সামাজিক যোগাযোগ মাধ্যম তিনটি ফেসবুক আইডিতে দেয়া স্ট্যাটাসের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন।
প্রতিবদলিপিতে তিনি জানান, 29/01/2025 তারিখ দুপুর অনুমান 3 টার সময় আমি ভালুকা থানাধীন হিজুলীপাড়া নিজ বাড়িতে অবস্থানকালে ফেইসবুকে দেখিতে পাই অজ্ঞাতনামা ব্যক্তি অথবা ব্যক্তিরা লিংক মাম্বার- http://www.facebook.com/share/125afqoul IX/ এর মাধ্যমে খোলা “জাতির বড় ভাই” নামক ফেইসবুক ফেইক আইডি হতে এবং একই তারিখ সন্ধ্যা সাড়ে 6 টার সময় লিংক নাম্বার- Imps://www.facebook.com/share/1QY84pV4 www.facebook.com/share/1A7mdDMdJq/ এর মাধ্যমে খোলা Our Duskatiya” ও “গোল্ডেন ডাকাতিয়া নামক সর্বমোট তিনি ফেইসবুক ফেইক আইডি হতে আমার সম্পর্কে মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত মন্তব্য ও অশালীন ছবি সম্বলিত পোষ্ট করে পারিবারিক ও সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করিতেছে।

আমি ওই মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোধিত স্ট্যাটাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মোঃ কামরুজ্জামান
ডাকাতিয়া, হিজুলীপাড়া
ভালুকা, ময়মনসিংহ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com