প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৩০, ২০২৫ সময়ঃ ৪:৪২ অপরাহ্ণ

Spread the love
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দেশে প্রথমবারের মত  নানান আয়োজনে “কৃষক দিবস-২০২৫” উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় বাকৃবি সম্প্রসারণ কেন্দ্র (বাউএক) এর উদ্যোগে প্রশাসনিক ভবন সংলগ্ন সমাবর্তন চত্বর থেকে বর্ণাঢ্য কৃষক শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী এই কর্মসূচীর সূচনা হয় এবং শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে দিবসটির তাৎপর্য উল্লেখ করে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষকবান্ধব প্রযুক্তির সম্প্রসারণই হোক আমাদের অঙ্গীকার প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালনে আয়োজিত অনুষ্ঠান মালায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইয়া। বাউএক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: বাহানুর রহমান, সিন্ডিকেট সদস্য ও ডিন ভেটেরিনারি অনুষদ, প্রফেসর ড.মো: শহীদুল হক  ছাত্র বিষয়ক উপদেষ্টা বাকৃবি। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ হাম্মাদুর রহমান, পরিচালক বাউরেস, প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক শিক্ষক সমিতি,ড. সালমা লাইজু, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চল, প্রফেসর ড.আবদুল মোমেন মিয়া,প্রফেসর ড.মো: জুলফিকার রহমান, ড.হোসেন আলী সি.এস.ও( বিনা) এবং সর্বোপরি বাউএক সমিতির অন্তর্ভুক্ত ৩০০ জন কৃষক-কৃষাণী এবং বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের  ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাকৃবির লেকচারার মো: আসিফুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আফরোজা বেগম, অতিরিক্ত পরিচালক বাউএক এসময় পরিচালক প্রফেসর ড. নাছির উদ্দিন বাউএক কার্যক্রমের উপর একটি সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন। অনুষ্ঠানে  ৬  জন কৃষক-কৃষাণীকে সনদ ও সন্মাননা প্রদান করা হয় এবং দুইজন কৃষক-কৃষাণী তার বক্তব্য পেশ করেন। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইয়া বলেন বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় বাকৃবির সকল শিক্ষক-কর্মকর্তা, ছাত্র-ছাত্রী এবং সর্বোপরি এদেশের প্রতিটি কৃষক-কৃষাণী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তিনি বলেন যে জাতীয় পর্যায়ে দেশের কৃষকদের গুরুত্ব এবং মর্যাদা অধিকতরভাবে ফোকাস করতে বাকৃবি প্রশাসন এখন থেকে প্রতিবছর কৃষকদিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি উপস্থিত সকল কৃষক-কৃষাণীদের প্রতি  শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ যে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়  এখন থেকে প্রতিবছর জানুয়ারি মাসের শেষ বৃহস্পতিবার কৃষক দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com