প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৭, ২০২৫ সময়ঃ ৩:৩৯ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে বিজ্ঞান মেলা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত দিনব্যাপী মেলার আয়োজক ছিল গফরগাঁও সরকারি কলেজ। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ।
এসময় বিজ্ঞান মেলা আয়োজক কমিটির আহ্বায়ক কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিহাব উদ্দিনসহ শিক্ষক- শিক্ষার্থী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে কলেজের অধ্যক্ষ ও শিক্ষক মণ্ডলী এবং অতিথিরা ছাত্র-ছাত্রীদের নিজস্ব বিজ্ঞান ভাবনা থেকে স্থাপিত মেলার ৬ টি ষ্টলে বিজ্ঞান প্রকল্প ঘুরে দেখেন। এ সময় বিজ্ঞানমনস্ক ছাত্র-ছাত্রীরা তাদের স্থাপিত আবিষ্কারগুলো নিয়ে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
মেলায় প্রধান অতিথি গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ বলেন, আমাদের ছাত্র-ছাত্রীদের উদ্ভাবন ও চেষ্টার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। শুধু পাঠ্যবই নয় বরং বইয়ের বাইরের বিচিত্র বিষয় নিয়েও উদ্ভাবনী চিন্তা করতে হবে। তোমরা আজকের ক্ষুদে বিজ্ঞানী কিন্তু আগামীর সম্ভাবনা। আগামীর প্রযুক্তিনির্ভর পৃথিবীকে তোমরাই নেতৃত্ব দেবে।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
#####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com