প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ১, ২০২৫ সময়ঃ ১২:৪০ পূর্বাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্ভুত পরিস্থিতিতে জরুরী সিন্ডিকেট সবার সিদ্ধান্ত মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট)  সকাল ১১ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল পরবর্তী উদ্ভুত পরিস্থিতিতে রাত সাড়ে ৯ টায় অনলাইনে অনুষ্ঠিত জরুরী সিন্ডিকেট সভার  সিদ্ধান্ত মোতাবেক অনির্দিষ্টকালের জন‍্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) সকল ৯ টার মধ্যে হল ত‍্যাগের নির্দেশ প্রদান করা হয়েছে।

একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যাকাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্তের প্রতিবাদে সভাস্থলে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এতে রোববার (৩১ আগস্ট) দুপুর ১টা থেকে বাকৃবি উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষক অবরুদ্ধ হয়ে পড়েন। এর মাঝেই রাত ৮টার দিকে লাঠিসোঁটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বহিরাগতরা।

এর আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে দুপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে রাখে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com