প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ১, ২০২৫ সময়ঃ ৭:৫৬ অপরাহ্ণ

Spread the love
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।

ময়মনসিংহ জেলায় প্রস্তাবিত ৫৮০টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ৫৪২টির কার্যক্রম চলমান। এতে ৫২৮ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কর্মরত। ১৭টি শুন্য পদ রয়েছে।

গত শনিবার সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে  আয়োজিত “প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদারকরণ বিষয়ক”সেমিনারে এসব তথ্য জানানো হয়।

কমিউনিটি ক্লিনিক হতে সাধারণ অসুস্থতার প্রাথমিক চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করা, গর্ভবতী নারীদের সেবা, প্রসূতি পরবর্তী সেবা, শিশুদের টিকাদান, রক্তচাপ মাপা, ডায়াবেটিস রোগীদের আরবিএস টেস্ট, রোগীর তথ্য সংগ্রহ ও রিপোর্ট তৈরি করা, জরুরী স্বাস্থ্যসেবা প্রদান, ঔষধ সরবরাহ, রোগীদের রেফার করা প্রভৃতি স্বাস্থ্যসেবা দেওয়া হয়। সেবা গ্রহীতাগণ কমিউনিটি ক্লিনিক হতে বর্তমানে ২২ প্রকারের ঔষধ সেবা গ্রহণ করে থাকেন।

সেমিনারে অংশগ্রহণকারীদের মাঝে অনেকেই তাদের মতামত ব্যক্ত করেন। কমিউনিটি ক্লিনিক একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য সেবায় কাজ করছে এই অভিব্যক্তি তারা প্রকাশ করেন। বিদ্যুৎ, পানি, সংযোগ রাস্তা ইত্যাদির সুবিধা যাতে ক্লিনিকগুলোতে  প্রোভাইড করা যায় সেমিনারে সে প্রত্যাশা ব্যক্ত করেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগণ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com