প্রকাশিত হয়েছেঃ আগস্ট ৩১, ২০২৫ সময়ঃ ৬:৫২ অপরাহ্ণ

ময়মনসিংহে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম,সাহাদুল ইসলাম কালু (২৫)। শনিবার দিবাগত রাতে ময়মনসিংহে খাগডহর ঘুন্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (৩১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
ময়মনসিংহ র্যাব-১৪ জানায়, ময়মনসিংহ র্যাব এর আভিযানিক দল শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন খাগডহর ঘুন্টি এলাকায় ঈদগাহ মাঠের পশ্চিমে অবৈধ মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় চলছে। এই সংবাদ প্রাপ্ত হয়ে উক্ত স্থানে পৌঁছালে পোশাক পরিহিত র্যাব সদস্যের উপস্থিতি টের পেয়ে ১ জন মাদক কারবারি পালিয়ে গেলেও অপর আসামী সাহাদুল ইসলাম কালু কে গ্রেফতার করতে সক্ষম হয় । ধৃত আসামীর দেয়া তথ্যের ভিত্তিতে ৪ শত ১০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেটসহ ক্রয়-বিক্রয়ের অবৈধ ৩হাজার ৬ শত টাকা উদ্ধার পূর্বক জব্দ কর হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেট পলাতক আসামী মোঃ খোকন (২৫) এর বলে স্বীকার করে। উদ্ধারকৃত ট্যাপেনটাডল ট্যাবলেটের অবৈধ বাজার মূল্যে আনুমানিক ৪১ হাজার টাকা। পালিয়ে যাওয়া অন্য মাদক কারবারি মোঃ খোকন কে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
র্যাব আরও জানান, আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে মামলা দায়েরপূর্বক উদ্বারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহ জেলার কোতায়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ খবর
পূরনো খবর

শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২ | ৯ | ৩০ |