প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২৬, ২০২৪ সময়ঃ ১:১১ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে চৌকা বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিস উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটায় অফিসের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এবং ময়মনসিংহ ১০ (গফরগাঁও) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি এ্যাডভোকেট আল ফাতাহ্ খান।
অফিস উদ্বোধন শেষে ফ্যাস্টিট শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেফতার ও বিচারের দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিএনপির নেতা এ্যাডভোকেট আল ফাতাহ্ খানকে ফুলের তোড়া ও মালা দিয়ে বরণ করেন নেতারা।
সভায় প্রধান অতিথি এ্যাডভোকেট আল ফাতাহ্ খান বলেছেন, পলাতক খুনি হাসিনা, আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাদের অপচেষ্টা সফল হতে দেয়া হবে না। বিচার করতে হবে তাদের। তিনি গত ১৬/১৭ বছরে গফরগাঁওয়ে চাঁদাবাজি, দখলবাজি, বাড়িঘর ভাঙচুর, মিথ্যা মামলায় হয়রানিসহ নানা অনিয়মের কথা তুলে ধরেন। তিনি পাঁচবাগ এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পাঁচবাগ ইউনিয়ন বিএনপির নেতা মানিক মেম্বার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য নজরুল ইসলাম খান, আরিফুল ইসলাম সজিব, আফজালুর রহমান উজ্জ্বল, পাঁচবাগ ইউনিয়ন বিএনপির নেতা আলাউদ্দিন ধনু মেম্বার, সবুজ মিয়া, মোঃ আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক খলিল খান, পাগলা থানা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক মো: সাদির বেপারী, পাগলা থানা কৃষক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান, পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাহিদুল কবির (সেলিম), পাগলা থানা শ্রমিকদল নেতা শরীফ আহম্মেদ, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: বিপুল, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো: পারভেজ, পাঁচবাগ ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব অলি আহমেদ, সহ-সভাপতি মো: আবির সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
#####