প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২৪, ২০২৪ সময়ঃ ৫:২৭ অপরাহ্ণ

Spread the love
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। ঘটনা দু’টি ঘটেছে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে ভালুকা-মল্লিকবাড়ি সড়কে উপজেলার ভায়াবহ গ্রামে ও বুধবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মাস্টারবাড়ি এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে ভালুকা পৌর এলাকায় অবস্থিত শেফার্ড কারখানার শ্রমিক এনামুল হক ধনু (৪২) মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ভালুকা-মল্লিকবাড়ি সড়কে উপজেলার ভায়াবহ গুলাভিটা মসজিদের সামনে পৌঁছলে একটি পিকআপ মোটরসাইকেলটিকে দিলে ঘটনাস্থলেই এনামুল হক তিনি মারা যান। তিনি উপজেলার পানিবান্দা গ্রামের মৃত আহেদ আলী বক্স ওরফে আবু আলীর ছেলে।
অপরদিকে একই সড়কে বুধবার রাতে উপজেলার মাস্টারবাড়ি পিএ নিট কারখানার শ্রমিক সজিব মিয়া (২২) স্ত্রী সুনিয়াকে (২০) নিয়ে মোটরসাইকেলে ময়মনসিংহ যাওয়ার পথে মাস্টারবাড়ি এলাকার মেরিয়েট হোটেলের সামনে একটি অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই সজিব মারা যান। আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী সুনিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভালুকা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com