প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১২, ২০২৪ সময়ঃ ৬:৫১ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা বাসস্ট্যান্ড তানভীর নামে একটি আবাসিক গেস্ট হাউজ থেকে শহিদ মিয়া (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। শনিবার (১২ অক্টোবর) বিকেলে গেস্ট হাউজের একটি রুম থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। নিহত শহিদ মিয়া ভালুকা উপজেলার ধুঁলিকুড়ি গ্রামের রুস্তম আলীর ছেলে। নিহতের ভাতিজা মোস্তফা মিয়া জানান, তার চাচা ঢাকায় রিকশা চালাতেন। কি কারনে তিনি হোটেলে ছিলেন, বা কিভাবে মারা গেছেন তা তিনি বলতে পারছেন না। তবে দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে ভোগছিলেন। বাড়িতে তার স্ত্রী ও একটি শিশু সন্তান রয়েছে। এ ঘটনায় তিনি থানায় অপমৃত্যু মামলা করেছেন। এদিকে ঘটনার পর তালা লাগিয়ে গেস্ট হাউজের ম্যানেজার পালিয়ে গেছেন।
ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি) শামছুল হুদা খান জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।