প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ৭, ২০২৪ সময়ঃ ২:১৩ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় আগুনে পুড়ছে ৪টি দোকানসহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল। রোববার (০৬ অক্টোবর) রাত বারোটার দিকে উপজেলার উথুরা ইউনিয়নের কৈয়াদী বাজারে ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খোঁজ পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গত রোববার (০৬ অক্টোবর) ঘটনার রাত বারোটার দিকে উপজেলার উথুরা ইউনিয়নের কৈয়াদী বাজারের আবদুল হালিম মেলেটারীর খুচরা যন্ত্রাংশের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের মোছলেম উদ্দিনের মনোহারী ও মো. আবদুল করিমের সার, বীজ ও কিটনাশকের এবং ইয়াদ আলীর দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনা টের পেয়ে স্থানীয়রা দীর্ঘচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেলেও ভালুকা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে যান। ততক্ষণে পুড়ে যায় টিনের চাল-বেড়ার ৪টি দোকানসহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল।
ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাদের প্রায় ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তারা অভিযোগ করেন, যথা সময়ে ফায়ারসার্ভিসের লোকজন আসলে তাদের এতো ক্ষতি হতোনা।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টিসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।