প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ২, ২০২৪ সময়ঃ ৫:৫৪ অপরাহ্ণ

ভালুকা প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকা রেঞ্জের কাদিগড় বিটের আওতায় বিভিন্ন স্থানে বনভূমিতে অবৈধভাবে গড়ে উঠছে একের পর এক বহুতল ভবন। বনবিভাগের রহস্যজনক নিরবতায় যে যেভাবে পারছেন প্রকাশ্যে গড়ে তুলছেন এসব স্থাপনা।
সরেজমিন খোঁজ নিয়ে স্থানীয়দের সাথে কথা বলে যানা গেছে, যেখানে একটা ইট লাগালে বনবিভাগকে অনৈতিক সুবিধা দিতে হয়, সেখানে কি ভাবে গড়ে তুলা হচ্ছে একের পর এক বিশাল বিশাল ভবন? উপজেলার পাড়াগাঁও গ্রামে গিয়ে দেখা গেছে, পাড়াগাঁও মৌজার ১১৭ নম্বর দাগে আবুল হোসেনের ছেলে জুলহাস উদ্দিন বিশাল ইটের বাড়ি নির্মান করছেন, তাছাড়া ১৪৫ নম্বর দাগে আব্দুর রশিদের ছেলে রফিকুল ইমলাম করছেন বহুতল ভবন, ১৪৪ নম্বর দাগে লোকমান হোসেন (পোস্ট মাস্টার) করছেন বহুতল ভবন, স্থানীয় বনবিভাগ ম্যানেজ করে একই মৌজায় ২৭২ দাগে গাংগাটিয়া পাড়ায় জনৈক রমজান আলী বহুতল ভবনের কাজ করছেন।

তাছাড়া একই মৌজার ৯২ নম্বর দাগে আউলাতলী গ্রামে আবুল কাশেম করছেন বহুতল ভবন ও একই গ্রামে আউলাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পিছনে ৫৩ দাগে বিশাল বাড়ি নির্মান করছেন মাইন উদ্দিন।

বসতবাড়ি নির্মানকারি মাইন উদ্দিন, লোকমান ও রফিকসহ অন্যান্যরা জানান, বনবিভাগের সাথে কথা বলেই, তারা কাজ করছেন।

এসব বিষয়ে কথা বলার জন্য ভালুকা রেঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হারুন অর রশিদের মোবাইল নম্বরে ফোন দিলে রিসিভ না করায়, তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com