প্রকাশিত হয়েছেঃ জুলাই ২৫, ২০২৪ সময়ঃ ২:১৯ অপরাহ্ণ

Spread the love

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা।।

ময়মনসিংহের ভালুকায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নাবিলা (১৪) ও তাইয়েবা (১১) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২২ জুলাই) দুপুরে উপজেলার কাচিনা গ্রামে। নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলরা কাচিনা গ্রামের সোহাগ মিয়ার কিশোরী কন্যা বাটাজোর বিএম উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণীর ছাত্রী নাবিলা ও প্রতিবেশি আজিজুল হকের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া শিশুকন্যা তাইয়েবা স্থানীয় হারুন মিয়ার পুকুরে গোসল করতে যায়। এ সময় তারা পানিতে ডুবে গেলে স্থানীয়রা খোঁজ পেয়ে তাদের দু’জনকে উদ্ধার করে তাইয়েবাকে ভালুকা সরকারী হাসপাতাল ও নাবিলাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে বিকেল দুজনই মারা যায়।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com