প্রকাশিত হয়েছেঃ জুলাই ২৫, ২০২৪ সময়ঃ ১:০৪ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়িচাপায় নিহত হয়েছে মানষিক ভারসাম্যহীন এক কিশোর। গত মঙ্গলবার (২৩ জুলাই) রাতে পৌরসভার কাঠালী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই দুর্ঘটনাটি ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে মহাসড়কে ১৫ বছর বয়সী মানষিক ভারসাম্যহীন এক কিশোরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাইওয়ে পুলিশকে জানায়। পরে, পুলিশ ওই কিশোরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, অজ্ঞাত গাড়িচাপায় নিহত ওই কিশোর মানষিক ভারসাম্যহীন। বেওয়ারিশ হিসেবে তার লাশ দাফন করা হয়েছে।