প্রকাশিত হয়েছেঃ মে ৩০, ২০২৪ সময়ঃ ৭:৪০ অপরাহ্ণ

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
সিঙ্গাপুরে গাড়িচাপায় নিহত হয়েছেন মো. শাহীন খান (৪০) নামের এক বাংলাদেশী ওয়েলডিং শ্রমিক। গতকাল বৃহষ্পতিবার (৩০ মে) বাংলাদেশ সময় সকাল সাতটার দিকে সিঙ্গাপুর শহরে ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত মো. শাহীন খান ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুরুড়া গ্রামের নুর হোসেন খানের ছেলে। নিহতের চাচাতো ভাই আশরাফুল আলম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
পরিবার সূত্রে জানা যায়, কর্মের উদ্দেশ্যে প্রায় ১০ বছর আগে সিঙ্গাপুরে পাড়ি জমান ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুরুড়া গ্রামের নুর হোসেন খানের ছেলে মো. শাহীন খান। ইতোমধ্যে কয়েক দফায় তিনি দেশে আসেন। গতকাল বৃহষ্পতিবার (৩০ মে) ঘটনার সময় কর্মস্থলে যাচ্ছিলের তিনি। ওই সিঙ্গাপুর শহরে ময়লাবাহি গাড়িচাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। এদিকে শাহীন খানের মৃত্যুর সংবাদে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। বাড়িতে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
আশরাফুল আলম খান জানান, সিঙ্গাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত শাহীন খানের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com