প্রকাশিত হয়েছেঃ মে ২৬, ২০২৪ সময়ঃ ৪:৩৮ অপরাহ্ণ

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলামকে (আনারস প্রতীক) কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। গতকাল (২৬ মে) রোববার জেলা রিটার্নিং অফিসার মাহ্ফুজুল আলম মাসুম ওই কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোহাম্মদ রফিকুল ইসলাম (আনারস প্রতীক)  ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে একজন বৈধভাবে মনোনীত চেয়ারম্যান প্রার্থী। তিনি নির্বাচনী প্রচারনায় গাড়িতে পোস্টার প্রদর্শন করছেন। যা নির্বাচনী আচরণ বিধিমালা-২০১৬ এর বিধি ৮(৮) এর সুস্পষ্ট লংঘন। আর আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে কোনো প্রার্থীতা বাতিলসহ বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে পত্র প্রেরণ করা হবে না তা আগামী ২৭ মে বিকেল ৫ টার মধ্যে প্রার্থীকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে তার জবাব প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com