প্রকাশিত হয়েছেঃ মে ৯, ২০২৪ সময়ঃ ৬:১৯ অপরাহ্ণ

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
কাজের রেইট বৃদ্ধি, মূল বেতনের শতকরা ৬০% বোনাস এবং ছুটির টাকা যথা সময়ে পাওয়ার দাবিতে গতকাল বৃহষ্পতিবার (০৯ মে) সকালে কারখানার ভেতরে অবস্থান নেয় ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মায়ের মসজিদ এলাকায় অবস্থিত লাবিব গ্রæপের অঙ্গ প্রতিষ্ঠান রাইদা কালেকশন লিমিটেডের বিভিন্ন সেকশনের শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ দুই পক্ষের আলাপ-আলোচনার মাধ্যমে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে কারখানা ছুটি ঘোষণা করে দেয়।
বিভিন্ন দাবিতে কারখানার অভ্যন্তরে অবস্থান নেওয়া শ্রমিক ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মায়ের মসজিদ এলকায় লাবিব গ্রæপের রাইদা কালেকশন লিমিটেড নামে স্যুয়েটার কারখানাটির অবস্থান। এতে বিভিন্ন বিভাগে প্রায় ৭হাজার শ্রমিক কর্মরত। প্রোডাকশন সেকশনে কর্মরত শ্রমিকদের দাবি, ওই কারখানায় তারা বর্তমানে যে রেইটে কাজ করেন তাতে তাদের পোশায় না। কাজেই উচ্চ বাজার মূল্যের সাথে সংগতি রেখে তারা তাদের কাজেই রেইট বৃদ্ধি, মূল বেতনের শতকরা ৬০% বোনাস এবং ছুটির টাকা যথা সময়ে পাওয়ার দাবিতে কারখানার ভেতর তাদের শান্তিপূর্ণ অবস্থান। পরে, ওই ঘটনার খবর পেয়ে শিল্প পুলিশ ময়মনসিংহ জুন-৫,ভালুকা মডেল থানা পুলিশ কারখানা এলাকায় সর্তক অবস্থান নেয়।  পরে, দু‘পক্ষের মাঝে আলোচনা স্বাপেক্ষ কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে কারখানায় ছুটি ঘোষণা করলে শ্রমিকরা যে যার অবস্থানে চলে যান।
প্রসঙ্গ,বিভিন্ন দাবীতে গত সোমবার ওই কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহা সড়ক দেড় ঘন্টা অবরোধ করে রাখেন। পরে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারাখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের দাবীর বিষয়ে আশ^াস দেয়া হলে তারা অবরোধ তুলে নিয়ে ছিল। তাদের সেসব দাবী মেনে না  নেয়ায় বৃহস্পতিবার সকালে কাজ ছেড়ে দিয়ে পুনঃরায় কারখানার ভেতরে আন্দোলন শুরু করেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ কামাল আকন্দ জানান, বিভিন্ন দাবি নিয়ে রাইদা কালেকশন লিমিটেডের শ্রমিকরা কারখানার ভেতর অবস্থান নেয়। পরে কারখানা কর্তৃপক্ষ দুই পক্ষের আলাপ-আলোচনার মাধ্যমে দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে কারখানা ছুটি ঘোষণা করে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com